Thursday, August 27, 2015

বাংলা সাহিত্য পত্রিকাগুলোর প্রকাশকাল ও সম্পাদকের নাম

বিসিএস সহ যেকোন চাকরির পরীক্ষায়
বাংলা সাহিত্য পত্রিকাগুলো প্রকাশকাল ও সম্পাদকের নাম প্রায়ই আসে । তাই গুরুত্বপূর্ণ কয়েকটি দেওয়া হল। আশা করি কাজে লাগবে।
.
পত্রিকার নাম----সাল----১ম সম্পাদক
► বেঙ্গল গেজেট(১৭৮০)-- জেমস অগাস্টাস হিকি।
► দিগদর্শন(১৮১৮)-- জন ক্লার্ক মার্শম্যান।
► সমাচার দর্পন(১৮১৮)--জন ক্লার্ক
মার্শম্যান।
► বাঙ্গাল গেজেট(১৮১৮)-- গঙ্গাকিশোর
ভট্টাচার্য।
► সম্বাদ কৌমুদী(১৮২১)-- রাজা রামমোহন রায়।
► বঙ্গদূত(১৮২৯)-- নীলমণি হালদার।
► সম্বাদ প্রভাকর(সাপ্তা-১৮৩১, দৈনিক-১৮৩৯)-- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
► তত্ত্ববোধিনী পত্রিকা(১৮৪৩)--
অক্ষয়কুমার দত্ত।
► বঙ্গদর্শন (১৮৭২)-- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
► সুধাকর(১৮৮৯) -- শেখ আবদুর রহিম।
► মোহাম্মাদী -- মোহাম্মদ আকরম খাঁ।
► সবুজ পত্র(১৯১৪)-- প্রমথ চৌধুরী।
► সওগাত -- মোহাম্মদ নাসিরউদ্দীন।
► আঙ্গুর(কিশোর মাসিক)(১৯২০) -- ড.
মুহাম্মদ শহীদুল্লাহ।
► কল্লোল(১৯২৩) -- দীনেশরঞ্জন দাশ।
► নবযুগ,লাঙ্গল, ধূমকেতু -- কাজী নজরুল
ইসলাম।
► শিখা(১৯২৭) -- আবুল হুসেন।
► পূর্বাশা(১৯৩২) -- সঞ্জয় ভট্টাচার্য।
► সমকাল (১৯৫৭) -- সিকান্দার আবু
জাফর।
.
আপনার মুখস্ত রাখার প্রয়োজনে / সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে
আপনার টাইমলাইনে রাখুন অথবা
খাতায় লিখে রাখুন।

No comments:

Post a Comment