১। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে করেন?
-- শিবনারায়ণ দাশ।
২। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
--- কামরুল হাসান।
৩। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত?
--- ১০ : ৬ ।
৪। বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ-
--- পতাকার ৫ ভাগের ১ অংশ।
৫। বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কবে ?
--- ২ মার্চ, ১৯৭১ইং সালে।
৬। বাংলাদেশে জ্তীয় পতাকা দিবস কবে পালিত হয়?
--- ২ রা মার্চ।
৭। কে প্রথম বাংলাদেশের পতাকা
উত্তোলন করেছিলেন?
---- ডাকসু'র ভিপি আ স ম আব্দুর রব।
৮। শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম
বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
---- ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১।
৯। বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কি?
--- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।
১০। জাতীয় পতাকার রং এবং বৃত্তের
তাৎপর্য কি?
---- লাল রঙের ভরাট বৃত্তটি রক্তক্ষয়ী
সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। উজ্জল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক।
No comments:
Post a Comment