Saturday, June 13, 2015

English এর কিছু মজার তথ্য

♠সবাই জানে কিন্তু কেউই জানে না♠

♦ আসুন আজ এর মজার কিছু তথ্য জানব যেগুলা অনেকেই জানে না ♦

আমরা সবাই Vowel-চিনি | Vowel
হচ্ছে A,E,I,O,U |এই ৫টি শব্দকে vowel বলে|
যদি এই সব গুলা Vowel-কে একটা মাত্র
Word-এ পাওয়া যায় সেটা খুব মাজার
ব্যাপার |
♠এসো এখন এমন কিছু দেখবো যেগুলাতে ৫ টা Vowel-ই থাকে-
1/ EdUcAtIOn (Noun) — শিক্ষা
2/ AUtOmobIlE (Noun) — মোটর গাড়ি
3/ rEgUlAtIOn (Noun) — নিয়ামন বা
নিয়ন্ত্রণ
4/ AUthOrIzE (Verb) — ক্ষমতা অর্পণ করা
5/ prEcAUtIOn (Verb) — নিবারণমুলক উপায়

♣এখন দেখব Vowel-হীন কিছু Word.
অনেকেই বলে Vowel ছাড়া Word
অসম্ভব,,কিন্তু Vowel ছাড়াও Word আছে|
নিচে দেখ ==>
1/ Rhythm (Noun) — ছন্দ
2/ Myth (Noun) — অতি কথা বা মিথ্যা
3/ Fly (Verb) —- উড়া
4/ Sky (Noun) — আকাশ

→এখন এমন একটা বাক্য (Sentence) দেখব যেটাতে সব English বর্ণ পাওয়া যায় :-
♦The quick brown fox jumps over the lazy dog.
♦ধূর্ত বাদামী শিয়ালটা অলস কুকুরটার উপর ঝাঁপিয়ে পড়ল

♦এখন দেখবো World-এর সবচেয়ে বড় শব্দটাকে –
PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLCANOCONIOSIS= 45 words
(defined as a disease caused by inhaling fine graphite or silicate particles – alternately, as a miner’s lung disease. It is supposedly the longest word in the ENGLISH language.)

No comments:

Post a Comment